ডিসেম্ভর ২০১৩ইং নিষ্পত্তিকৃত রায় মামলা নিন্মরুপ।
ডিসেম্ভর ২০১৩ ইং মামলার রায়।
মামলা নংঃ ১১৫/২০১৩ইং
মামলা গ্রহণের তারিখঃ ০৩/০৭/২০১৩
বাদী-আবুল খায়ের , পিতা- মৃত:হজু মিয়া, সাংঃচর কলাকোপা,ওয়ার্ডনং-০৭,রামগতি,লক্ষ্মীপুর।
বিবাদী- ০১/আঃরহমান,পিতাঃমোঃ ফেরদৌস,সাংঃচর পোড়াগাছা,ওয়ার্ডনং-০৬,রামগতি,লক্ষ্মীপুর।
বিষয়:ভুমি প্রসংঙ্গে সু বিচার পাওয়ার প্রার্থনা।
মামলার রায়/সিদ্ধান্তঃ
বাদী বিবাদীর হাজির আছে উভয় পক্ষের ০৩জন প্রতিনিধি হাজির আছে।০৩জন প্রতিনিধি সহ ০৪ জনের সমন্নয়ে গ্রাম আদালত গঠন করা হইল,বাদীর আরজি পড়িয়া আদালতে শুনানো হইল।বিবাদীদের বক্তব্য শুনা হইল,উভয় পক্ষের কাগজ পত্র পর্যালোচনা করা হ্ইল,কাগজ পত্র পর্যালোচানা ক্রমে ব্যাপক আলোচনার পর সিদ্ধান্ত হয় যে,বাদীকে চর কলাকোপা মৌজার ডিয়ারা ১৩৭২দাগে ডিয়ারা ৩০৬৭দাগে হাল জরিফে ৭৬০ডিপি খতিয়ানের ৫৭৮৬ দাগে০.৬৪ডিং জমি প্রতিনিধির মাধ্যমে বুঝা্ইয়া দেওয়ার জন্য বলা হলো। অতএব ০৪ ভোটে রায় প্রধান করা হয় যে, বাদীকে চর কলাকোপা মৌজার ডিয়ারা ১৩৭২ দাগে ডিয়ারা ৩০৬৭ দাগে রিভিশন জরিপী ৭৬০নং ডিপি খতিয়ানের ৫৭৮৬দাগে ০.৬৪ডিং জমি প্রতিনিধির মাধ্যমে বুঝা্ইয়া দেওয়ার জন্যসিদ্ধান্ত গৃহিত হইল। ইহা অধিরে কার্য্যকর করা হউক
।